দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল থেকে রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাটে হাজারো ভক্ত অশ্রুসজল চোখে দেবীকে বিদায় জানান। বিকাল ৩টা থেকে বুড়িগঙ্গার বিনা স্মৃতি স্নানঘাটে শুরু হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা। এরপর একে একে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা এসে জমা হতে থাকে। ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা। বিসর্জনকে ঘিরে ছিল একইসঙ্গে আনন্দ আর বিষাদের আবহ। রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন হয়েছে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর ১০টি ঘাটে। এর মধ্যে সবচেয়ে বেশি বিসর্জন হয়েছে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী থেকে শুরু হওয়া দুর্গোৎসব বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়। এদিন...