আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন। এর মধ্য দিয়ে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর দুই পক্ষের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও তিনি কীভাবে ভারত সফর করবেন–এ ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা নেই। মুত্তাকির এই সফর যদি সফল হয়, তবে তা একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। যদিও ভারত এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবুও তারা মানবিক সহায়তা এবং জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে যোগাযোগ রেখেছে। তবে, আফগানিস্তানে সন্ত্রাসবাদ এবং নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে তাদের উদ্বেগের কথা বরাবরই জানিয়ে এসেছে ভারত। মুত্তাকির এই সফর বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ তিনি জাতিসংঘের নিরাপত্তা...