০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পিএম গাজীপুরের কাপাসিয়ায় শত্রুতাবশত অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির টয়োটা হাইএস গাড়িটি পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায়। জানা যায়, উপজেলার দেইলগাঁও গ্রামের মো. ইসমাইল হোসেনের মালিকানাধীন হাইএস গাড়িতে গত বুধবার (১ অক্টোবর) রাত ২টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা রাতের অন্ধকারে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গাড়িটি ছিল ইসমাইল হোসেনের আয়ের একমাত্র উৎস। উপার্জনের একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় ইসমাইল এখন দিশেহারা। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন যাবত তিনি নিজেই গাড়িটি ভাড়া হিসাবে চালাতেন এবং প্রতিদিন বাড়ির পাশেই পার্কিং করে রাখতেন। তাঁর এই ক্ষতিগ্রস্তে পরিবারে চলছে কান্নার রোল। এমন...