নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর মধুমতী নদীতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।দশনার্থীরা আসতে শুরু করে। শুরুর আগেই নদীর দুই পাড় কানায় কানায় ভরে যায় দর্শনার্থীতে। পুরো বাইচ উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী ইঞ্জিন চালিত নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন। গ্রাম বাংলার জনপ্রিয় নৌকাবাইচ প্রতিযোগিতা শিশু, নারী-পুরুষসহ সব শ্রেণির দর্শনার্থীদের মুগ্ধ করে।এবারের প্রতিযোগিতায় অংশ নেয় নড়াইল জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা ৪টি নৌকা। প্রতিটি দলে ছিল ৪০-৫০জন মাঝি যারা সমম্বিলতভাবে নৌকা চালিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। নৌকা বাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় ছিল হাওয়াই মিঠাই, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, বাঁশি ও ঢোলের মধুর সুর।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন...