২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করলো নামিবিয়া। আাফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম দল হিসেবে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল দলটি। এ নিয়ে টানা চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে নাম লেখালো নামিবিয়া। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তানজানিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। এই ম্যাচে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন জেজে স্মিট। ৪৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৫৫ রান আসে অধিনায়ক গারহার্ড এরাসমাসের ব্যাট থেকে। এছাড়া ১০ রান করে করেন মালান ক্রুগার ১৫ বলে ২৮ এবং জেন গ্রিন ও...