নতুন মোড় বিসিবি নির্বাচনে। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর যখন মনে হচ্ছিল সবকিছু অনেকটা স্বাভাবিক, ঠিক তখন শুরু হয়েছে আরেক আলাপ। আগেই একবার পেছানো হয়েছে নির্বাচনের তারিখ। আবারও পেছানোর কথা বলছেন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা। মিরপুরে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমের সামনে নির্বাচন পেছানোসহ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে গতকাল মনোনয়ন প্রত্যাহার করে নেন ১৭ প্রার্থী। এর মধ্যে ছিলেন সভাপতি পদে লড়ার ঘোষণা দেওয়া তামিম ইকবালও। আজ দুপুর ১২টার মধ্যে মনোনয়ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। তবে সেই আহ্বানে কেউ সাড়া দেয়নি। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া না দিলেও আজ বিসিবি কার্যালয়ে গিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার করা দুজন। রফিকুল ইসলাম বাবু ও মির্জা ইয়াসির আব্বাস।...