চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেছেন, “জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। বর্তমান সরকার দুই-তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতা ভাগাভাগির এই রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না।” তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি। কুরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে। পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই। এটি কার্যকর করতে গিয়ে প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের রোডম্যাপ বিলম্বিত হবে। যদি পিআর পদ্ধতি নিয়ে পুনরায় আলোচনা বা আন্দোলন হয়, নির্বাচনের সময়সূচি নির্ধারিত থাকবে না। তাই আমরা জাতীয় নির্বাচন সময়মতো আয়োজনের জোর দাবি জানাচ্ছি।” বৃহস্পতিবার বিকেলে আনোয়ারার কালাবিবির দিঘি মোড়ে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা পূর্ব-পশ্চিম পরিষদের আয়োজনে সাবেক ও বর্তমান নেতাদের...