০২ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম গাজার উদ্দেশ্যে রওনা হওয়া প্রায় সমস্ত জাহাজ জব্দ করার পর জাতিসংঘের মানবাধিকার অফিস আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলের ত্রাণ জাহাজ আটককে বেআইনি বলে অভিহিত করেছে। "দখলদার শক্তি হিসেবে, ইসরাইলকে অবশ্যই গাজার জনগণের জন্য খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে, অথবা দ্রুত এবং বাধা ছাড়াই নিরপেক্ষ মানবিক ত্রাণ প্রকল্পে সম্মত হতে হবে এবং তা সহজতর করতে হবে," জাতিসংঘের মুখপাত্র থামিন আল-খেতান বলেছেন। তিনি ইসরাইলকে আটক শত শত সুমুদ ফ্লোটিলা কর্মীর অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন, যার মধ্যে তাদের আটকের বৈধতা চ্যালেঞ্জ করার অধিকারও রয়েছে। এর আগে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজা সুমুদ ফ্লোটিলার ৪০টি জাহাজ আটক করা হয়েছে, যারা জাহাজে ছিলেন তাদের আটক করা হয়েছে এবং একের পর এক...