রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ছিল ভক্ত-অনুরাগীদের ঢল। ঢাক-ঢোলের বাজনার সঙ্গে দেবী বিসর্জনের আগে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী "সিঁদুর খেলা"। এ সময় নারী ভক্তরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে তা কপাল, গাল ও হাতে মেখে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। তরুণীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে, আর চারপাশ মুখরিত হয় “দুর্গা মা কি জয়” ধ্বনিতে। সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আচার, যা সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক হিসেবে বিবেচিত। দুপুরের পর থেকেই মণ্ডপে মণ্ডপে নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেন এই উৎসবে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখেন। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপজেলা...