লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা পোষণ করলেও সম্ভব হয়নি তেমনটা। এখন পর্যন্ত খেলতে ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। তবে খেলা ছেড়ে দিলে আর ক্রিকেটের সঙ্গে না থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন সাকিব। গেল বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন এই ক্রিকেটার। যার পর থেকে আর সুযোগ পাননি লাল-সবুজের মাটিতে ফেরার। এবার জানালেন দেশে ফিরতে না পেরে মন খারাপের কথা। সম্প্রতি দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান সাকিব। বাংলাদেশের ফিরতে না পারার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘নিজের দেশে যেতে না পারলে তো খারাপ লাগেই। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসলে যখন যে পরিস্থিতি আসে, ওটার সঙ্গে...