ঝিনাইদহের আঠারোমাইল নামক স্থানে বাস ও ইঞ্জিনচালিত ভ্যান-রিকশার সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদর উপজেলার নগরবাথান গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম ও লেবুতলা গ্রামের শিশু শিফাত। আহত হয়েছেন শিফাতের দাদা। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী মন্ডল পরিবহণ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যান-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও শিফাতের মৃত্যু হয়। তিনি জানান, এ ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন সড়ক অবরোধ করেন। মন্ডল পরিবহণ ফরিদপুর-মেহেরপুর রুটে চলাচলকারী বাস। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের ধাক্কায় ভ্যান-রিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে ভ্যানচালক ও যাত্রী শিশু শিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিফাতের দাদা। তার অবস্থা...