চরফ্যাশনের নদী তীরবর্তী এলাকা চর ফকিরা খেজুর গাছিয়া, আটকপাট, চেয়ারম্যান বাজার সহ হাজারী গঞ্জের বিভিন্ন এলাকার মানুষের জন্য ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ) বিকালে চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ে ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে বিএনপির পক্ষ থেকে চক্ষু রোগীদেরকে চোখের ফ্রী চিকিৎসা,প্রয়োজনীয় চশমা,ড্রপ,ঔষধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থী ঝুমা আক্তার বলেন,চোখে ঝাপসা দেখি, ভাবছি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো, আজ আমাদের এলাকায় ডাক্তার এসে আধুনিক মেশিনে চোখ পরীক্ষা করে ফ্রী চিকিৎসা দিয়ে চশমা ও ঔষধ দিয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত...