সিলেট:ত্রিনয়না দশভুজা দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরেছেন দেবী দুর্গা।দেবীর বিদায়ের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সমাপ্ত হয়েছে। এদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও সিলেট নগরের চাদনীঘাটের সিঁড়ি দিয়ে সুরমা নদীতে বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়। বিসর্জন অনুষ্ঠানের আগে পার্শ্ববর্তী আলী আমজদের ঘড়িঘর সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের বিশিষ্টজনেরা ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। এরআগে বিকেল ৩টাপর পর নগরের বিভিন্ন স্থান থেকে ট্রাক যোগে প্রতিমা বিসর্জনের উদ্দেশে রওনা হন পূজারিরা। তারা ঢাকঢোল পিটিয়ে, বাদ্য যন্ত্র বাজিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে যান। বিসর্জন অনুষ্ঠান ঘিরে নগরময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানান এসএমপি পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল...