দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের আবাদি-অনাবাদি ও চরাঞ্চল এবং বসতঘরের আশেপাশে মাচা পদ্ধতিতে করলার চাষের আবাদ করে কৃষকরা সফলতা অর্জন করেছে। এই পদ্ধতিতে করলা চাষ করে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। উপজেলায় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে অর্থনৈতিক ভাবে লাভবান হবার চেষ্টা করছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় মালচিং পদ্ধতিতে করলার চাষাবাদ করা হয়। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হলে আগাছা কম হয় এবং ফলন ভাল হয়। উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের কৃষক মো. রেজাউল মাতব্বর ৫০ শতক জমিতে এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় প্রনোদনা সহায়তা পেয়ে করলা চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছে। তার এই সাফল্য দেখে আশেপাশের অনেক কৃষক করলা চাষে আগ্রহ প্রকাশ করেছে। কৃষক রেজাউল ৩০ হাজার টাকা খরচ করে ১ লক্ষ ৩২ হাজার টাকা বিক্রি করেছেন।...