দীর্ঘদিনের প্রত্যাশা আর আন্দোলনের ফসল হিসেবে গতকাল বুধবার রাত ১২টা ১২ মিনিটে অবশেষে ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস দাঁড়ায় দর্শনা হল্ট স্টেশনে। এ খবর আগেই ছড়িয়ে পড়েছিল এলাকায়। তাই বুধবার সন্ধ্যা থেকেই ভিড় জমতে শুরু করে স্টেশন চত্বরে। ছাত্র-যুবক থেকে শুরু করে প্রবীণ, নারী-পুরুষ সবাই সেই ইতিহাসের সাক্ষী হতে রাতভর অপেক্ষায় ছিলেন। ট্রেন থামতেই প্ল্যাটফর্মে উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটে। আন্দোলনকারীরা ফুল দিয়ে বরণ করে নেন লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার ও পরিচালককে। সবার হাতে তুলে দেওয়া হয় খাবার। শুধু কর্মকর্তারাই নয়, যাত্রীদেরও ফুল ও আপ্যায়নে বরণ করা হয়। এমন আয়োজন দেখে ট্রেন কর্তৃপক্ষও আবেগাপ্লুত হয়ে পড়েন। দর্শনায় ট্রেন থামানোর এই দাবিটি নতুন নয়। বহু বছর ধরে স্থানীয়রা এর প্রয়োজনীয়তা তুলে ধরলেও রাজনৈতিক সদিচ্ছার অভাব আর প্রশাসনিক জটিলতায় বাস্তবায়ন হয়নি। এমনকি রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী...