২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরেরও কম সময় বাকি থাকতেই নতুন বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার অজুহাতে কোনো ভেন্যু থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের সিদ্ধান্ত একমাত্র তাদের এখতিয়ারেই হবে। গত শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা যদি মনে করি কোনো শহর সামান্যতমও ঝুঁকিপূর্ণ, তাহলে সেখানে খেলা হতে দেব না। এতগুলো ভেন্যু আছে, প্রয়োজনে আমরা ম্যাচ সরিয়ে দেব। তবে আশা করি, সেটা করতে হবে না। তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি। তিনি বলেন, প্রতিবার যদি কোনো রাজনীতিক কিছু বলেন আর আমাকে ব্যবস্থা নিতে হয়, তাহলে আমি নিজের কাজই করতে পারতাম না। বাস্তবতা হলো, আমরা ১৬টি ভেন্যুতেই মনোযোগী। এটা ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্ত...