শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শূন্যরেখায় প্রতিবছর মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর বিকেল পর্যন্ত (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার সনাতন ধর্মাম্বলীদের উপচেপড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দুর্গাপূজায় হিলি সীমান্তের শূন্যরেখায় কেউ আসেন ভারত দেখতে আবার কেউ বা আসেন দূর থেকে আত্মীয়স্বজনদের দেখা করতে। অপর দিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্নস্থান থেকে দর্শনার্থীরা এসেছেন ভারতের সনাতন ধর্মাম্বলীরা। এদিকে সীমান্তে কাঁটা তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের...