মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় উদ্যান এলাকায় প্রবেশ করে যানবাহন পার্কিংয়ের উপর এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে লাউয়াছড়ায় আসা পর্যটকরা পড়েছেন চরম বিপাকে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা ও স্থানীয়রা জানান, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে হঠাৎ গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়, পূর্বে লাউয়াছড়ার প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি সেই সুবিধা বাতিল করা হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিজেদের গাড়ি বা ভাড়া করা পরিবহন এখন প্রবেশদ্বার থেকে বেশ দূরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুপাশে পার্ক করতে হচ্ছে, যা পর্যটকদের জন্য তৈরি করছে বড় ধরনের ভোগান্তি। পর্যটকরা বলেন, আমরা টিকিট কেটে উদ্যানের ভেতর প্রবেশ করি। আমাদের গাড়ি পার্কিং এর জায়গা হঠাৎ করে...