বৃষ্টি উপেক্ষা করে লাখো পর্যটক আর ভক্তের উপস্থিতিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে হয়ে গেল দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন। এর আগে রং ছিটিয়ে, আতশবাজি ফুঁটিয়ে ও ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা। বিসর্জন উপলক্ষে সৈকতে নামে দেশি-বিদেশি পর্যটক আর ভক্তদের ঢল। এ জন্য নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও। ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো বিসর্জন পর্যবেক্ষণে রাখে পুলিশ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসবের আজ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিল বিজয়া দশমী। দুপুরের পর থেকেই কক্সবাজারের বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা বহনকারী ট্রাকগুলো সমুদ্র সৈকতের দিকে আসতে থাকে। পুরো শহর এবং সৈকতজুড়ে নেওয়া হয় সেনাবাহিনী-র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৩টার পর থেকে সৈকতের লাবণী পয়েন্ট এলাকা ভক্ত আর...