বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে। তবে বিষয়টি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারভুক্ত বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বিদ্যমান সাংবিধানিক আইনে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই।বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ডাকবাংলোতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করে ইতালি, ইসরাইল ও বেলজিয়ামসহ বিশ্বের অনেক উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পদিনের মধ্যে সেসব দেশের সরকারের পতন হয়েছে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষের আইনপ্রণেতা হওয়ার সম্ভাবনা থাকে।তিনি মনে করেন, জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা...