নেত্রকোনার খালিয়াজুরিতে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন যুবলীগের নেতা মো. মাকসুদুর রহমান। এ সময় তাঁর বাঁ হাতে হাতকড়া পরানো ছিল। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। বাবার দাফন শেষে আবার তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। মাকসুদুর রহমান খালিয়াজুরি উপজেলা সদরের বড়হাটি এলাকার বাসিন্দা মো. ফজলুর রহমানের ছেলে। তিনি খালিয়াজুরি উপজেলা যুবলীগের সদস্য ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন মাকসুদুর রহমান। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মাকসুদুর রহমানের বাবা ফজলুর রহমান বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান। পরে স্বজনেরা মাকসুদুর রহমানের প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাঁকে...