ভারতের উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বাড়লেও বর্তমানে তা কিছুটা কমেছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের আংশিক প্লাবিত হওয়ায় স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তির জন্য ব্যবসায়ীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়সারা কাজকে দুষছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, বুধবার দুপুর থেকে ফুলগাজী পুরাতন পশুর হাট-সংলগ্ন স্লুইস গেট দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আংশিক অংশ ও বেশকিছু দোকানপাটে পানি ঢুকে পড়ে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে পানি কিছুটা কমলেও বৃষ্টি অব্যাহত থাকায় ব্যবসায়ীদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে গতকাল থেকে নদীর পানি বাড়লেও এখন ধীরে ধীরে কমছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে দুপুর ২টার দিকে নদীর পানি ১০ দশমিক ২৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত...