গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক সিনেটর মুস্তাক আহমদ খান। তিনি পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর (জেআই) সিনেটর ছিলেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) মুস্তাক আহমদকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। তিনি গ্লোবাল সুমুদ বহরে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন। পাক-ফিলিস্তিন ফোরাম নামের একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানায়। এদিকে, নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের আটক করার ঘটনাকে ‘নৃশংসা হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ। তারা আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। এক্সে দেওয়া পোস্টে পাক-ফিলিস্তিন ফোরাম লিখেছে, সিনেটর মোশতাক আহমদ খানকে গ্রেফতার করেছে ইসরায়েল। শুধু একটি নৌযান পালাতে সক্ষম হয়েছে, যেটা ছিল পর্যবেক্ষক নৌকা। এটির দায়িত্ব ছিল তথ্য সংগ্রহ করে নিরাপদে ফিরে যাওয়া। আমাদের অন্য প্রতিনিধি সাইয়্যেদ উজায়ের নিজামী ওই পর্যবেক্ষক...