কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত। ১৯৪৭ সালে দুই দেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটি ঘিরে বিতর্ক এবং সংঘাত চলে আসছে।মুজাফফরাবাদের কিছু ছবি প্রকাশ করে রয়টার্স। সেখানে দেখা যায়, বুধবার একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। এ সময় তাদের বেশ মারমুখী মনে হচ্ছিল।শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্কইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এখন পর্যন্ত তিন পুলিশ এবং পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ এখনো থামেনি।কর্মকর্তারা এবং পাকিস্তানি টিভির প্রতিবেদন অনুসারে, বিক্ষোভের প্রতিক্রিয়ায় ব্যবসা, স্কুল এবং পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গত চার দিন ধরে এই অঞ্চলের বেশিরভাগ অংশ স্থবির। এদিকে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উদ্বিগ্ন। তিনি চলমান সংঘর্ষ নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি...