ইরানের কোম শহরের উপকণ্ঠে অবস্থিত জামকারান মসজিদ কেবল একটি ইবাদতের স্থান নয়, বরং ন্যায়বিচার, করুণা ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। হজরত মাসুমা (সা.)-এর মাজারের কাছে অবস্থিত এই মসজিদ বিশ্বব্যাপী মুসলমানদের কাছে মুক্তিদাতা ইমাম মাহদী (আ.)-এর আগমনের আশা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইমাম মাহদী (আ.)-এর নির্দেশে এবং হাসান ইবনে মুসলেহ জামকারানির বর্ণনার ভিত্তিতে মসজিদটি নির্মিত হয়। স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা জানান, জামকারান শুধু নামাজের স্থান নয়; বরং এটি মানুষের আত্মশুদ্ধি, নৈতিক চর্চা ও সামাজিক দায়িত্ববোধের কেন্দ্র। ধর্মীয় আলেমদের মতে, জামকারানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এটি শুধু স্থানটির পবিত্রতার দিকেই ইঙ্গিত করে না, বরং ইবাদত ও সচেতনতার গভীর সম্পর্কও তুলে ধরে। এখানে আগত মুসল্লিরা প্রার্থনা করেন কেবল ব্যক্তিগত মুক্তির জন্য নয়, বরং মানবজাতির সম্মিলিত কল্যাণের...