বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের মুহুরি, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত...