বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় আরকান আর্মি (এএ) ও আরসা-আরএসওর মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সীমান্তবর্তী ম্রো বাসিন্দারা মিয়ানমারে থাকা তাদের আত্মীয়দের বরাত দিয়ে জানান, সীমান্ত পিলার ৫৫ ও ৫৬ এলাকায় গত ১৬ সেপ্টেম্বর থেকে টানা গোলাগুলি শুরু হয়। এ সময় ১৮ সেপ্টেম্বর আরসা ও আরএসও যৌথভাবে ওয়াই হ্লান ক্যাম্পে হামলা চালালে আরকান আর্মির কয়েকজন সদস্য নিহত হন। তবে ক্যাম্পটি দখল নিতে সক্ষম হয়নি আরসা ও আরএসও। এখনো ওই ক্যাম্পে আরকান আর্মির পতাকা উড়ছে। স্থানীয় তংমে ম্রো জানান, আরকান আর্মিকে হটাতে আরসা-আরএসওর সঙ্গে সীমান্তবর্তী এলাকার কিছু স্থানীয় সম্প্রদায়ও সহযোগিতা করছে। তবে এখনো ওয়াই হ্লান ক্যাম্পটি আরসাসহ...