২০২৫ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। আর সেখানেই ঘটে গেল বিরল এক ঘটনা। ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটেছে হিট আউটের ঘটনা। আর এমন ইতিহাসের স্বাক্ষী হয়েছেন বাংলাদেশি নারী স্পিনার স্বর্ণা আক্তার। অপরদিকে এমন আউটের শিকার হয়েছেন পাকিস্তানি নাশরা সান্ধু। এদিন ইনিংসের ৩৫তম ওভারে তরুণ স্পিনার স্বর্ণা আক্তারের একটি সাধারণ ডেলিভারিতে জন্ম হয় বিরল এই ঘটনার। পাকিস্তানের নাশরা সান্ধু বল ছেড়ে দিলেও অজান্তে ওপরে উঠিয়ে ফেলেন নিজের ব্যাট। আর ব্যাট লেগে ভেঙে যায় নিজের স্টাম্প—ফলে ‘হিট উইকেট’ এর শিকার হয়ে দলের নবম উইকেট হিসেবে ১ রান করে ফিরে যান তিনি। নারী বিশ্বকাপের ইতিহাসে প্রায় ৫২ বছর পর ঘটল এমন হিট আউটের ঘটনা। এর আগে ১৯৭৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে আন্তর্জাতিক একাদশের লিনেট স্মিথকে...