রাজবাড়ীর গোয়ালন্দে আশ্রয়ণ কেন্দ্রের ১০টি ঘর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ঘরগুলোতে বসবাসকারী ১০টি পরিবার বাধ্য হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ১নং আশ্রায়ণ কেন্দ্রে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে সব পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তারা জীবন নিয়ে ঘর থেকে বের হতে পারলেও কোন কিছুই বের করতে পারেনি। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আঃ বাছেদ জানান, রাত সোয়া ৩টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রেআনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুন লাগে। গতকাল বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ৭নম্বর শেডের ১০টি ঘর...