সিসিএফের উপদেষ্টা কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিসিএএফ সভাপতি কাজী মুস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচি তুলে ধরেন সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব ইঞ্জি. মো. মুশফিকুর রহমান। আলোচনায় অংশ নেন রবির সাইবার সিকিউরিটি প্ল্যানিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ, বেসরকারি সংস্থা ব্লাস্টের উপ-পরিচালক (ক্লায়েন্ট সাপোর্ট ও সালিশ) তাপসী রাবেয়া ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক মো. আসিফ ইসলাম। আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ অনুষ্ঠানে বলেন, প্রযুক্তির কোনো বাউন্ডারি নেই। যেভাবে বিশে^র অন্যরা প্রতারিত হয় আমরাও হচ্ছি। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। সোস্যাল মিডিয়ার ব্যবহার যে স্তরে চলে গেছে ঠিক সেই স্তরে আমাদের সচেতনতা নিয়ে যেতে হবে। সৈয়দ জাহিদ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভুয়া তথ্য ছাড়ানো হয় তার...