০২ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম এক এক করে ফুরিয়ে গেছে দুর্গাপূজার উৎসবের দিনগুলো। বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিল শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী উৎসবের শেষ দিন। কিশোরগঞ্জে গভীর আবেগ, শ্রদ্ধা, দুঃখ ও ভালোবাসায় দুর্গা মাকে বিদায় ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় এই উৎসব। দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে বৃহস্পতিবার বিকাল থেকে কিশোরগঞ্জে শুরু হয় দুর্গা প্রতিমা বিসর্জন। ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানান ভক্ত অনুরাগীরা। এদিকে বিসর্জন উপলক্ষে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। কিশোরগঞ্জ সতাল অগ্রগামী সংঘের পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত সরকার বলেন, “মায়ের বিদায় ক্ষণে মন যতই খারাপ হোক না কেন, সিঁদুর খেলার মাধ্যমে হাসিমুখে আজ মাকে বিদায় জানানাম। দশমী মানেই...