গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শিশুরা হলো- তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালীন সময়ে একটি শ্যালো নৌকা অন্য একটি নৌকার সাথে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮-২০ জনের মতো লোক ছিল। অন্যরা সবাই সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। শিশুদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন...