রাজশাহীতে পদ্মা বক্ষে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয় বিসর্জন। দশমীর আনুষ্ঠানিকতা শেষে একে একে চলে প্রতিমা বিসর্জন। এর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা শেষ হলো। বিকেলে রাজশাহীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে শুরু হয়েছে বিসর্জন। দুুপুরের পর মহানগরীর পূজোমণ্ডপ থেকে একে একে ঘাটে আসতে শুরু করে প্রতিমা। এরপর নৌকায় তুলে প্রতিমা বিসর্জন করা হয়। এর আগে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানানো হয় মন্ডপ থেকে। বিজয়া দশমীর দিনে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন শেষ করতে মহানগরীর পদ্মা নদীর মুন্নুজান, পঞ্চবটি, আলুপট্টি, ফুদকিপাড়া ও বড়কুঠি ঘাটে বিশেষ ব্যবস্থা...