নারীদের বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য ৩১.১ ওভারে তাড়া করেছেন নিগার সুলতানারা। অভিষেকে ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার। রিশাদ এনে দিয়েছেন চতুর্থ উইকেট। তাঁর বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মোহাম্মদ ইশহাক। ৮ ওভারশেষে ৪ উইকেটে আফগানিস্তানের রান এখন ৪৫। রান আউটে তৃতীয় উইকেট হারিয়েছে আফগানিস্তান। মোস্তাফিজুর রহমানের বলটা খেলেই দৌড় শুরু করেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু নন স্ট্রাইকে থাকা রাসূলী তখন তাকিয়ে ছিলেন বলের দিকে। ততক্ষণে ফাঁকা স্ট্রাইক প্রান্তে বল পৌঁছে দেন মোস্তাফিজ, স্টাম্প ভাঙার কাজটা করেন জাকের। ২ বলে শূন্য রানে আউট হন রাসূলী। পাওয়ার প্লের ছয় ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। দুই ওপেনারকে হারিয়ে ফেলল আফগানিস্তান। এবার তানজিম হাসান তুলে নিয়েছেন...