দুর্গোৎসব ঘিরে মিঠুন চক্রের কণ্ঠে শোনা যাচ্ছে নতুন গান ‘নিমন্ত্রণ’। হোম স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। ‘কৃষ্ণচূড়া দোলে দেখ লিলুয়া বাতাসে, তাই না দেখে রাধাচূড়া থেকে থেকে হাসে’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কামরুল। প্রায় এক যুগ আগে লেখা ও সুর করা এই গানটির পেছনে রয়েছে বিশেষ এক গল্প। গ্লিটজকে মিঠুন চক্র বলেন, “নিমন্ত্রণ গানটি প্রায় ১২-১৩ বছর আগে তৈরি করেন নীল কামরুল ভাই। এই গানের সঙ্গে জড়িয়ে আছেন দেশের অনেক গুণী মিউজিশিয়ান। কিন্তু মনের মত একটা কণ্ঠ তিনি খুঁজে পাচ্ছিলেন না। “প্রথমে চিন্তা করেছিলেন এই গানটি কোনো নারী শিল্পীকে দিয়ে গাওয়াবেন। সেভাবেই গানটি তৈরি করা। গানটি শুনে আমি নীল ভাইকে বললাম গানটি আমি গাইতে চাই। এরপর কিছু জায়গা ঠিক করে নতুন করে তৈরি করা হল...