০২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:০২ পিএম গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় নৌকাডুবিতে অঙ্কিতা ও তন্ময় নামে ২ শিশু ঘটনাস্থলে নিখোঁজ হয়েছে। নিহত পরিবার সূত্রে জানা গেছে, নৌকা যুগে দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে সময়একটি নৌকায় শিশুসহ১০ থেকে ১২ জন লোক ছিল। সন্ধ্যা ছয়টার দিকে চাপাইর তুরাগ নদের পার ঘেঁষে নৌকা দুটি চলার সময় হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি নৌকা পানির নিচে ডুবে যায়। অন্যান্য লোকেরা সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামে দুই শিশু নিখোঁজ হয়lউপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেনl কাপাসিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিলো ২০ লাখ টাকার হায়েস গাড়ি গাজার জন্য ইসরাইলকে 'খাদ্য ও চিকিৎসা সরবরাহ' নিশ্চিত করতে হবে:...