ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজ দলের একেপি (একে পার্টি)–এর সভায় ভাষণ দিতে গিয়ে এরদোগান এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে ‘গাজায় (ইসরায়েল) গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে। গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না। তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা...