০২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পিএম বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট ইসরাইল কর্তৃক গাজায় ত্রাণবাহী নৌবহর আটকের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে, তিনি ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছেন। ‘যেভাবে তাদের আটক করা হয়েছিল এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের এ পদক্ষেপ অগ্রহণযোগ্য, তাই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি,’ প্রিভোট রাজনীতিবিদদের বলেন। এর আগে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজা সুমুদ ফ্লোটিলার ৪০টি জাহাজ আটক করা হয়েছে, যারা জাহাজে ছিলেন তাদের আটক করা হয়েছে এবং একের পর এক দল আশদোদ বন্দরে পৌঁছাবে, যেখানে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, তাদের ইউরোপে নির্বাসিত করা হবে। অবশ্যই, এই কর্মীদের কেউই ইসরাইলে প্রবেশের চেষ্টা করছিলেন না - তারা, যেমনটি আমরা রিপোর্ট করছি, গাজা এবং (এর) আঞ্চলিক জলসীমায় যাওয়ার চেষ্টা...