দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে চলা জটিলতার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শাপলা প্রতীক দাবি করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনসিপিকে তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং কমেন্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই তথ্য জানান। ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না: মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য।’ পোস্টের কমেন্টে তিনি তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ইসি আর কাউকেই এটি দিতে পারে...