নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় প্রতীক শাপলা আমাদের চাওয়া ছিল। তবে আমরা না পেলেও যদি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া হয়, নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে এমন কোনো মামলায় আমরা যাব না। একই সাথে তিনি দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস এস রোডের খেদন সর্দার মোড় এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। সরকার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে যে ধরনের ইতিবাচক...