নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘বিকেলে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই কিশোর নৌকা থেকে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা এক যুবক তাদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেয়। পরে একজনকে উদ্ধার করা গেলেও রনিকে খুঁজে পাওয়া যায়নি।’’ মহাদেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার...