ইসহাককে ফেরালেন রিশাদ৬.৪ ওভারে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। শামীম হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান ইসহাককে। ৪ বলে ১ রান করেন। পাওয়ার প্লেতে আফগানদের ৩ উইকেটে ৩৩রহমানুল্লাহ গুরবাজ ৭ এবং মোহাম্মদ ইসহাক ১ রানে ব্যাট করছেন। রানআউট হয়ে ফিরলেন রাসুলি৩১ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান। রানের খাতা খোলার আগেই রানআউট হয়ে ফিরেন দারবীশ রাসুলি। অটলকে ফেরালেন তানজিম৪.৪ ওভারে পারভেজ ইমনের ক্যাচ বানিয়ে সেদিকউল্লাহ অটলকে ফিরিয়েছেন তানজিম সাকিব। আফগান ওপেনার ১২ বলে ১০ রান করেন। নাসুম ফেরালেন জাদরানকে৩,৩ ওভারে ২৫ রানে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন নাসুম। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন টাইগার স্পিনার। ১০ বলে ১৫ রান করেন। এক ওভারে তিন বাউন্ডারিশুরুটা বেশ ভালো করেছে আফগানিস্তান। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান নিয়েছেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশের একাদশে ২...