০২ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম রংপুরের সিনিয়র সাংবাদিক, একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধরের মামলার প্রধান আসামি এনায়েত আলী রকি (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ীর রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব-১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি রকি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে যাত্রাবাড়ীর রায় সাহেব বাজার এলাকা থেকে র্যাব-১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রংপুরে এনে যথাযথ...