আড়াই মাস আগে স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২৭ রানেই অলআউট হয়েছিল উইন্ডিজ। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের ঘটনা। সেই টেস্টের পর ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট খেলতে নেমে উন্নতিই হলো ক্যারিবিয়ানদের। উন্নতি করে এবার উইন্ডিজ প্রথম ইনিংসে থেমেছে ১৬২ রানে। প্রথম দিন শেষে ভারত তুলেছে ২ উইকেটে ১২১ রান। ৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ভারত। দিনে টসে জিতে ব্যাটিং উইন্ডিজ। তবে দুই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরা মিলে নিয়েছেন ৭ উইকেট। প্রথম ইনিংসে সিরাজই ভারতের সেরা বোলার। তিনি নেন ৪০ রানে ৪ উইকেট। বুমরা নেন ৩টি। তৃতীয় উইকেটটি নিয়ে ভারতের মাটিতে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা। তাতে হয়েছে রেকর্ড। দেশের মাটিতে সবচেয়ে কম ইনিংসে ৫০ উইকেট নেওয়া ভারতীয়...