১৬তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। আজ আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে উঠে টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দলটি। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট ২০টি দল। আয়োজক, সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল ১২টি দল। বাকি ৮টি জায়গার জন্য চারটি অঞ্চলে বাছাইয়ের আয়োজন করা হয়। জুনে আমেরিকা থেকে কানাডা এবং জুলাইয়ে ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপে জায়গা করে নেয়। গত ২৬ সেপ্টেম্বর জিম্বাবুয়েতে ৮টি দল নিয়ে শুরু হয় আফ্রিকা অঞ্চলের বাছাই। দুই ফাইনালিস্টের জন্য বরাদ্দ বিশ্বকাপের টিকিট। হারারেতে প্রথম সেমিফাইনালে নামিবিয়ার ব্যাটিং শুরুটা ভালো হয়নি। মাত্র ৫ম ওভারে তারা চার উইকেট হারিয়ে ৪১/৪-এ পড়ে। কিন্তু দলের ক্যাপ্টেন জেরহার্ড এরাসমাস এবং...