০২ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম টসভাগ্য পাশে পেলেন না জাকের আলি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সারজাহ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরে খেলা পাকিস্তান ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। ফেরানো হয়েছে ওপেনার তানজিদ হাসান ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। বাংলাদেশএকাদশ:জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান। কাপাসিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিলো ২০ লাখ টাকার হায়েস গাড়ি গাজার জন্য ইসরাইলকে 'খাদ্য ও চিকিৎসা সরবরাহ' নিশ্চিত করতে...