আফ্রিকার দেশ ইথিওপিয়ার আমহারা অঞ্চলে একটি গির্জায় অস্থায়ীভাবে তৈরি মঞ্চ ভেঙে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আরেরতি শহরের মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম চার্চে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।মারিয়াম চার্চে ভার্জিন মেরি উৎসব পালনের জন্য সমবেত হয়েছিলেন ভক্তরা। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ হঠাৎ করে ভেঙে পড়ে বহু মানুষ চাপা পড়েন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চার্চের কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতের সংখ্যা ২০০ পর্যন্ত হতে পারে।কিছু...