পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। এদিকে উত্তাল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর জিও নিউজের। সরকারের কাঠামোগত সংস্কার ও জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) সাধারণ ধর্মঘটের তৃতীয় দিন বুধবার সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে আজাদ কাশ্মীরের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম বন্ধ ছিল। অন্যদিকে ধীর কোট ও অন্যান্য এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। আজাদ সরকার জানিয়েছে, সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৯ জন নিহত এবং ১৭২ জন পুলিশ সদস্য এবং ৫০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন...