ভারতের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেল থেকে কারারক্ষীকে পিটিয়ে পালিয়েছে অন্তত ছয়জন বন্দি। বুধবার সকাল ৬টা ২ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে তাদের পালানোর দৃশ্য ধরা পড়েছে। ধর্মনগর মহকুমার শাসক ও জেল সুপার দেবযানী চৌধুরী জানিয়েছেন, পলাতকদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিভিন্ন মামলায় বিচারাধীন। ইতোমধ্যে বিএসএফ, স্থানীয় থানা ও পুলিশ স্টেশনগুলোকে সতর্ক করা হয়েছে। পলাতকদের তালিকায় রয়েছেন বাংলাদেশের নাগরিকনারায়ণ দত্ত, যিনি জাল কাগজপত্র রাখার অভিযোগে আটক ছিলেন। বাকি পাঁচজনের মধ্যে একজন খুন মামলার আসামি, দুজন গুরুতর অপরাধে অভিযুক্ত এবং একজন মাদক মামলায় গ্রেপ্তার...