ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয়ের ত্রাণবাহী ৪৪ টি দেশের ৫০০ নাগরিক ৪০টি নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্য রওনা করেন। এটি একটি শান্তিপূর্ণ, অহিংস এবং মানবিক যাত্রা যার উদ্দেশ্য গাজা অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং জনগণনির্ভর মানবিক করিডোর গড়ে তোলা। কিন্তু এই কনভয়ে অক্টোবর ২ তারিখে ইসরায়েলি বাহিনী উক্ত নৌকায় হামলা ও পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এমতবস্থায় আমরা বাংলাদেশের এক্টিভিস্টরা উক্ত ঘটনার প্রতিবাদে— আগামীকাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিকেল ৩টায় এই প্রতিবাদ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। মোট ৫টি দাবি উত্থাপন করেছে তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করা, আটককৃত সকল স্বেচ্ছাসেবক ও কর্মীকে...